• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

চাঁদপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতার তারিখ ঘোষণা


চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৩, ১২:৩৭ পিএম
চাঁদপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতার তারিখ ঘোষণা
ফাইল ফটো

চাঁদপুরে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হিফজুল কোরআন প্রতিযোগিতা’। আগামী ২৫ নভেম্বর এ প্রতিযোগিতা শুরু হবে। এবারের আয়োজন ব্যতিক্রমধর্মী ও চমকপ্রদ রাখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানান, গত বছরের মতো এ বছরও আমরা ‘হিফজুল কোরআন প্রতিযোগিতা’ আয়োজন করতে যাচ্ছি। প্রোগ্রামের মূল ইভেন্ট ২টি, ৫ পারা গ্রুপ ও ১৫ পারা গ্রুপ।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে, ১৫ পারা গ্রুপের জন্য ১৫ হাজার টাকা ও ৫ পারা গ্রুপের জন্য ১০ হাজার টাকা। ক্রমান্বয়ে দ্বিতীয় ও তৃতীয় ছাড়াও বেশ কয়েকটি পুরস্কার দেওয়া হবে।

এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন, জাতীয় পর্যায়ে সমাদৃত ও পিএইচপি কুরআনের আলো বাংলাদেশের বাছাই পর্বের বিচারক, মাওলানা তাসনীম আমিন ও সাবেক ফুলছোঁয়া মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক মাওলানা আবু সাইদ।

৫ পারা গ্রুপ প্রতিযোগীদের বয়স ধার্য করা হয়েছে ১২ বছর এবং ১৫ পারা গ্রুপ প্রতিযোগীদের বয়স ধার্য করা হয়েছে ১৪ বছর। (জন্ম নিবন্ধন ধারা বয়স যাচাই করা হবে)। প্রত্যেক প্রতিষ্ঠান থেকে দুই গ্রুপের জন্য একজন করে দুইজন নেওয়া হবে।

ফরম সংগ্রহ করে যাবতীয় তথ্যাদি ১০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে।

অনলাইনেও রেজিস্ট্রেশন (shorturl.at/euIM8) করা যাবে। এছাড়া রেজিস্ট্রেশন ফরম প্রতি উপজেলায় পাওয়া যাবে।

* মতলব উত্তর
আব্দুল্লাহ আল মামুন, 01631813810, 01872547010

* মতলব দক্ষিণ
রহমানিয়া দারুল উলুম মাদ্রাসা
মাওলানা মনির হোসাইন, 01935895310

* শাহরাস্তি
মাদরাসাতু সালমান ফারসি (রা.), হাফেজ আবু সাঈদ, 01716017935

* ফরিদগঞ্জ
দারুস সালাম মাদ্রাসা ফরিদগঞ্জ, জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ, 01815472522

* চাঁদপুর সদর
আল মদিনা ইসলামিয়া মাদ্রাসা, মো. জুবায়ের ইসলাম, 01776456063

* হাইমচর
লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন, মুহাম্মদ মনির হুসাইন, 01833000852

* কচুয়া
করইশ তা’লিমুল কোরআন নূরানী হাফেজিয়া মাদ্রাসা, মাওলানা আবু সুফিয়ান, 01933618689

* হাজীগঞ্জ
মাদ্রাসাতুল বানাত আল ইসলামিয়া বলাখাল, মাওলানা মাসুম বিল্লাহ, 01611702661

এই দুইটি ইভেন্ট ছাড়াও বাদ মাগরিব ইসলামি সংগীতানুষ্ঠান ও কবিতা আবৃত্তি, উপস্থিত জনসাধারণের মাঝে ইসলামি কুইজ অনুষ্ঠিত হবে। এরপর বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে।

Link copied!