মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে ইজাবুল (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ মে) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
নিহত ইজাবুল টংগিবাড়ী উপজেলার সিলিমপুর গ্রামের সিরাজুল ইসলামের বাসায় ভাড়া থেকে শ্রমিকের কাজ করতেন। তিনি কুষ্টিয়ার দৌলতপুর থানার চড়ইকুড়ি গ্রামের মহিবুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইজাবুলের সঙ্গে স্ত্রী ইয়াসমিনের (৩৬) প্রায় সময়ই বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকত। সোমবার (১৯ মে) ইজাবুল কাজ করে বাড়ি ফেরার পর স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এসময় ইয়াসমিন রাগ করে রাত ৯টার দিকে বাবার বাড়ি মাদারীপুরের শিবচর থানার বাহাদুরপুর গ্রামের লাল চানের বাসায় চলে যান।
পরে ইজাবুল ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়েন। সকাল সাড়ে ১০টার দিকে তার ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে ঘরের বেড়ার ছিদ্র দিয়ে ওই বাড়ির লোকজন দেখতে পায় ইজাবুল ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাাগিয়ে ঝুলে রয়েছে। পরে বাড়ির লোকজন তার স্ত্রী ও টংগিবাড়ী থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।