ফরিদপুরে ট্রেনের ধাক্কায় লুৎফুন্নেসা নেসা (৬৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিল মাহমুদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লুৎফুন্নেসা নেসা পৌরসভার বিলমামুদপুর নতুন ডাঙ্গী গ্রামের আয়নাল শেখের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী একটি ট্রেন পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিলমামুদপুর এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা লুৎফুন্নেসা নেসা নামের এক বৃদ্ধার ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এসময় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম, এ জলিল বলেন, “খবর পেয়ে রাজবাড়ী রেল পুলিশকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”