• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

হিরো আলমের নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩, ১০:২৯ এএম
হিরো আলমের নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ
হিরো আলম। ফাইল ছবি

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। 

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বাজারে ভোটের প্রচারণার সময় এ ঘটনা ঘটে।

নৌকা মার্কার কর্মী-সমর্থকেরা লাঠি হাতে প্রচারে বাধা দেন। এ দৃশ্য ভিডিও ধারণ করা কর্মীর কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ করেছেন হিরো আলম।

হিরো আলম বলেন, মুরাদপুর বাজারে ভোটের প্রচারণায় গেলে নৌকার কর্মী-সমর্থকরা তাকে বাধা দেয়। তারা হিরো আলমকে বলে এখানে শুধু নৌকা মার্কার প্রচারণা হবে। নৌকা মার্কার ৫-৬ জন কর্মী লাঠি হাতে হিরো আলম ও তার সমর্থকদের ওপর হামলার চেষ্টা করে। ঘটনার সময় হিরো আলমের এক কর্মী ভিডিও ধারণ করলে মোবাইল কেড়ে নেয় নৌকার কর্মী-সমর্থকেরা।

নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, ‘আমার জানা মতে হিরো আলমের প্রচারনায় আওয়ামী লীগের কেউ বাধা দেয়নি।’

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম বলেন, ‘ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের টিম নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। হামলার কোনো ঘটনা ঘটেনি।’

Link copied!