• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

সাভারে বিএনপির ৯৩ নেতাকর্মীর নামে মামলা


সাভার প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৩, ০৩:২২ পিএম
সাভারে বিএনপির ৯৩ নেতাকর্মীর নামে মামলা

সাভারের আমিনবাজারে ককটেল বিস্ফোরণ এবং আশুলিয়ায় বাস ও অটোরিকশায় অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির ৯৩ নেতাকর্মীর নামে পৃথক তিনটি মামলা হয়েছে।

রোববার (৩০ জুলাই) দুপুরে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার (২৯ জুলাই) সাভারের আমিনবাজার এলাকায় দুর্বৃত্তরা ককটেল রিস্ফোরণ করে। এ সময় ঘটনাস্থল থেকে আরও ৬টি ককটেল জব্দ করে পুলিশ। এ ঘটনায় ৪৩ জন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, আমিনবাজারে ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির ৪৩ জনের নামে মামলা করেছে।

এদিকে একই দিন দুপুরে আশুলিয়ার নিরিবিলি এলাকায় বিকাশ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের মালিক বাদী হয়ে বিএনপির ৩১ জন নেতাকর্মীর নামে মামলা করেন। এছাড়া আশুলিয়া বাজার এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা পোড়ানোর ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) কামরুজ্জামান জানান, শনিবার বাস পোড়ানোর ঘটনায় বাসের মালিক বাদী হয়ে একটি মামলা করেছেন। এছাড়া অটোরিকশা পোড়ানোর ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। 

Link copied!