• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

আশুলিয়া থানায় জব্দকৃত গাড়ির স্তূপে আগুন


সাভার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৩, ০৩:২৬ পিএম
আশুলিয়া থানায় জব্দকৃত গাড়ির স্তূপে আগুন

সাভারের আশুলিয়া থানার জব্দকৃত গাড়িতে স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে আশুলিয়া থানার পাশেই জব্দকৃত গাড়ির স্তূপে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার খাইরুল ইসলাম জানান, ১১টা ৮ মিনিটে আগুনের খবর আসে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে ডিইপিজেডের চারটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে সেখানে ১০-১২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানার মালখানার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল জানান, থানার পাশেই জব্দকৃত গাড়িতে আগুন লেগেছিল। তবে ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে।

Link copied!