• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভাঙন রোধে স্থায়ী সমাধান চান যমুনাপাড়ের মানুষ


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০৫:৫৮ পিএম
ভাঙন রোধে স্থায়ী সমাধান চান যমুনাপাড়ের মানুষ

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরীর দক্ষিণ থেকে খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণবয়ড়া পর্যন্ত যমুনা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে যমুনাপাড়ের শত শত বিঘা কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। 

আর মাত্র ৪০-৫০ মিটার পর্যন্ত বিলীন হলে পানি উন্নয়ন বোর্ডের নির্মিত নদী ভাঙন রক্ষা ব্লকও ভাঙনের কবলে পড়বে। ব্লক সেটিংয়ে ভাঙন শুরু হলে নদীগর্ভে বিভিন্ন গ্রাম নদী গর্ভে বিলীন হবে।

সোমবার (২৬ আগস্ট) নদী ভাঙনরোধে স্থায়ী সমাধান চেয়ে যমুনার পাড়ে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা বলেন, “পাঁচঠাকুরি থেকে খোকশাবাড়ি পর্যন্ত শত শত বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জমির সঙ্গে বিলীন হয়েছে লাখ লাখ টাকার আখ। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। দিন দিন ভাঙন আরও বাড়ছে। বাড়িঘরে ভাঙন শুরু হলে আমরা নিঃস্ব হয়ে যাব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নদী পাড়ে ভাঙন রোধে দ্রুত একটা স্থায়ী সমাধান করা হোক।“

মানববন্ধনে স্থানীয় চাঁদ হোসেন খান, শহিদুল ইসলাম, ওয়াদুদ বাচ্চু, আনোয়ার হোসেন, আল মাহমুদ, আব্দুস সাত্তার, হায়দার আলী, মনা, নাজমুল ইসলাম, রবিউল, রোমান, আয়নাল, মঞ্জিল, বদি, ইব্রাহিম, আবু সাইদ, শওকত প্রমুখ বক্তব্য রাখেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!