• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে বজ্রপাতে মাদ্রাসার ৯ শিক্ষার্থী আহত


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩, ০৪:২৯ পিএম
কুড়িগ্রামে বজ্রপাতে মাদ্রাসার ৯ শিক্ষার্থী আহত

কুড়িগ্রামের রাজারহাটে মাদ্রাসায় ক্লাস চলাকালীন সময়ে বজ্রপাতে ৯ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। 

সোমবার (২৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার চাকিরপশা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আব্দুর রাজ্জাক, নাজমিন নাহার, সুমাইয়া, রোকসানা, আফরোজা, নির্রমা, আলী রাজ, ফারজানা ও সানজিদা।

উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “বজ্রপাতে আহত ৯ শিক্ষার্থীর মধ্যে ৭ জন মেয়ে ও ২ জন ছেলে। বর্তমানে ২ জনের অবস্থা মোটামুটি ভালো। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।”

মাদ্রাসা সুপার মানিক মিয়া বলেন, “ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ বজ্রপাতে ষষ্ঠ ও নবম শ্রেণীর ৯ জন শিক্ষার্থী গুরুতর আহত হন। তাদেরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।”  

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, “দুপুরে হঠাৎ বজ্রপাতে মাদ্রাসার ৯ জন শিক্ষার্থী আহত হয়েছেন। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।” 

Link copied!