• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

ইউপি সদস্যসহ ৫ জুয়াড়ি কারাগারে


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৩, ০৫:২৮ পিএম
ইউপি সদস্যসহ ৫ জুয়াড়ি কারাগারে

নীলফামারীর কিশোরগঞ্জে জুয়া খেলার অপরাধে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ পাঁচ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে জুয়া খেলার সময় ১৪ হাজার ২২০ টাকা, মোবাইল ফোন ও জুয়া খেলার সরঞ্জামসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাকারুল ইসলাম (৬০)। একই উপজেলার রনচণ্ডী ইউনিয়নের বদি মাঝাপাড়া এলাকার মৃত আকবর হোসেনের ছেলে আরকান (৩৫), মৃত ইয়াসিন আলীর ছেলে বাবু মিয়া (২৭), হুজুর আলীর ছেলে মাহবুবুল ইসলাম (২৮) ও রংপুরের গঙ্গাচড়ার খামার মোহনা এলাকার একরামুল হক (৫২)।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার রনচণ্ডী ইউনিয়নের বদি মাঝাপাড়া এলাকার আমিন বানিয়ার বাঁশঝাড়ে জুয়ার আসর বসানো হত। বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

Link copied!