• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে ৪৮ তরুণ-তরুণী আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৫, ২০২৫, ০৮:১০ পিএম
কক্সবাজারে আবাসিক হোটেল থেকে ৪৮ তরুণ-তরুণী আটক
কক্সবাজার সদর মডেল থানা। ছবি : সংগৃহীত

কক্সবাজার শহরের ‘কটেজ জোন’ এলাকার কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪৮ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ জুন) রাত ১টা থেকে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তথ্যটি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আটকদের মধ্যে ৩৮ জন তরুণ এবং ১০ জন তরুণী।

কী অভিযোগে তাদের আটক করা হয়েছে জানতে চাইলে ইলিয়াস খান বলেন, “হোটেলের নিবন্ধন খাতায় ওইসব তরুণ-তরুণীর নাম ছিল না এবং তারা কেন হোটেলে উঠেছেন তাও জানাতে পারেননি। সন্দেহজনক হিসেবে তাদের আটক করা হয়েছে।”

ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। সাক্ষী না পাওয়ায় মামলা দেওয়া যায়নি। তবে সন্দেহজনক হিসেবে তাদের আদালতে তোলা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!