• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

চার হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ০৯:২৯ এএম
চার হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা এলাকার প্রায় চার হাজার অবৈধ আবাসিক গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত পৌরসভার নোয়াইল, রাইজদিয়া, নয়ামাটিসহ পাঁচ গ্রামের এসব অবৈধ গ্যাস-সংযোগ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচ্ছিন্ন করা হয়।

গ্যাস-সংযোগ বিচ্ছিন্নকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম।

এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস মেঘনাঘাট জোনাল অফিসের ব্যবস্থাপক মনিরুজ্জামান, সহকারী প্রকৌশলী তানভীর হাসানসহ তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম বলেন, দীর্ঘদিন ধরে পৌরসভার পাঁচ-সাতটি গ্রামের মানুষ সংযোগ নিয়ে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছেন। ফলে প্রতিবছর সরকার কয়েক কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ঘটনার সত্যতা পেয়ে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে।
 

Link copied!