• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

তেলের গোডাউনের আগুনে পুড়ল ৩৪ দোকান


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৩, ০১:১৫ পিএম
তেলের গোডাউনের আগুনে পুড়ল ৩৪ দোকান

গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘর বাজারের একটি তেলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার ঘাঘর বাজারের যমুনা ব্যাংকের সামনে একটি তেলের গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় স্বর্ণের দোকানসহ পার্শ্ববর্তী ৩৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানান, রাত দশটার দিকে তেলের গোডাউনে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তেলের গোডাউনের পাশে তিনটি স্বর্ণের দোকানসহ বেশ কয়েকটি মুদি দোকান ছিল, সেগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় মোট ৩৪টি দোকান পুড়ে গেছে।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার মো. সিরাজুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে আগুন লাগার পর আমরা জানতে পারলে প্রথমে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে দেখে পার্শ্ববর্তী ফায়ার স্টেশনের আরও দুইটি ইউনিটকে খবর দেই। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। পরে তিনটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

সিরাজুল ইসলাম আরও বলেন, আগুনে তিনটি স্বর্ণের দোকানসহ মোট ৩৪টি দোকান পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ বলেন, “আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা করে জেলা প্রশাসনের কাছে পাঠাবো। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহোযোগিতা করা হবে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!