• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত


নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৫, ২০২২, ০৩:০৯ পিএম
ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

নেত্রকোনায় ট্রাকচাপায় অটোরিকশা ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

সোমবার (২৫ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে শ্যামগঞ্জ-পূর্বধলা সড়কে মহিষবেগ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পূর্বধলা উপজেলার শালদিঘা গ্রামের জাহির উদ্দিনের ছেলে সুরুজ আলী (৬৫) ও একই উপজেলার গৌরাকান্দা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শাহজাহান (৩০)।

পুলিশ জানায়, সকালে পূর্বধলার হামিদপুর থেকে একটি অটোরিকশা তিন যাত্রীসহ শ্যামগঞ্জের দিকে আসার পথে মহিষবেগ নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী সুরুজ আলী মারা যান। গুরুতর আহত অপর তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে শাহজাহান নামের এক যাত্রী মারা যান। আহত অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!