• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

বরিশালে একদিনে ২৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৩, ০৫:০৭ পিএম
বরিশালে একদিনে ২৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ২৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার ৩০০ জন। মারা গেছেন ১১ জন।

সোমবার (৩১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১০৬ জন, পটুয়াখালীতে ৬৯, পিরোজপুরে ৪৪, ভোলায় ২৬, বরগুনায় ২২ এবং ঝালকাঠিতে ২৭ জন রয়েছেন। এছাড়া সোমবার পর্যন্ত বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন বরিশালে ৩৪৩ জন, পটুয়াখালীতে ২০১, পিরোজপুরে ১১৮, ভোলায় ৫০, বরগুনায় ৮৪ এবং ঝালকাঠিতে ৩০ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে পাঁচ হাজার ৩০০ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৪৬৩ জন। মারা গেছেন ১১ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, “চলতি বছরে এখন পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে আটজন, ভোলায় দুজন ও বরগুনায় একজন রয়েছেন।”

Link copied!