• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

রামুতে ২৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩, ০৯:১৮ পিএম
রামুতে ২৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রামুতে ২৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে ২৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকালে রামু ফুটবল চত্বরের পশ্চিমে মহাসড়কের উপর থেকে তাকে এসব ইয়াবা ও একটি সিএনজি গাড়িসহ আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান।

গ্রেফতার আসামি হলেন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইংগাকাটা ১নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল হকের ছেলে হামিদুল হক।

ওসি জানান, ফুটবল চত্বরের পাশে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে একজন মাদক কারবারি ইয়াবাসহ অবস্থান করছে, এমন খবরবে  তাৎক্ষণিকভাবে ওই জায়গায় তল্লাশি চালিয়ে ২৫ হাজার ইয়াবা ও একটি অটোরিকশাসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, মাদক, সন্ত্রাস ও যেকোনো অপরাধ দমনে আমরা একীভূত হয়ে কাজ করে যাচ্ছি। অপরাধী যেহোক ছাড় নয়। গ্রেপ্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Link copied!