• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে আহত ২


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩, ০৩:১৭ পিএম
রাজশাহীতে ককটেল বিস্ফোরণে আহত ২
ছবি: সংবাদ প্রকাশ

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে দুই পথচারী আহত হয়েছেন। শনিবার (৯ সেপ্টেম্বর) রাত সোয়া আটটার দিকে জেলার চারঘাট উপজেলার ভাটপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার পশ্চিম ভাটপাড়া গ্রামের মো. নুরুর ছেলে মো. বাবু (৩৫) ও খড়ের বাড়ি গ্রামের মো. খবির উদ্দিনের ছেলে মো. মাজেদুল ইসলাম (৪২)।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “রোববার (১০ সেপ্টেম্বর) চারঘাট উপজেলার ভাটপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল। নিরাপত্তার অজুহাতে নির্বাচন স্থগিত করেছে উপজেলা শিক্ষা অফিস। এ ঘটনাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।”

ওসি আরও বলেন, “এ ঘটনা কারা ঘটাতে পারে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।” 

Link copied!