• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

চট্টগ্রামে ২ বাসে আগুন, চালক দগ্ধ


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৩, ০৮:৪৯ এএম
চট্টগ্রামে ২ বাসে আগুন, চালক দগ্ধ
চট্টগ্রামে আধা ঘণ্টার মধ্যে ২ বাসে আগুন দেওয়া হয়। ছবি সংগৃহীত

বিএনপি ও বিরোধীদের ডাকা নবম দফা অবরোধের প্রথম দিন চট্টগ্রাম নগরীতে দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বাসের চালক দগ্ধ হয়েছেন।

রোববার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর আকবর শাহ মাজারের সামনে ও রাত ১০টার দিকে দামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে নগরের দামপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে চালকের আসনে আগুন দেন কয়েকজন যুবক। এতে ওই বাসের চালক দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম নগরীর আকবর শাহ মাজারের সামনে একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, দামপাড়া এলাকায় একটি বাসে চালকের আসনে আগুন দেন কয়েকজন যুবক। এতে চালক দগ্ধ হয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক জানান, আকবরশাহ মাজারের সামনে রাস্তায় একটি চলন্ত বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে যায়। তবে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। 

Link copied!