জয়পুরহাট সদর উপজেলায় মাদকসহ দুইজনকে আটক করেছে র্যাব। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জয়পুরহাট র্যাব ৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার এসব তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন, চিত্রাপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে সাব্বির হোসেন (৩০) ও মৃত খলিল মণ্ডলের ছেলে রতন মন্ডল (৩২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে জেলার পৌর এলাকার চিত্রাপাড়ার তামিম ছাত্রাবাসের একটি ঘর থেকে ১৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ছাড়া আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।