• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

শার্শায় সোনার বারসহ আটক ২


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: মে ১০, ২০২৩, ০৭:৫৪ পিএম
শার্শায় সোনার বারসহ আটক ২

যশোরের শার্শায় ভারতে পাচারের সময় স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (১০ মে) দুপুর ২টার দিকে বেনাপোল পোর্ট থানার খলশি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন নওগাঁ জেলার মহাদেবপুর থানার রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আমজাদ হোসেন (৩৪) ও বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে বাবলুর রহমান (৩৬)।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই পাচারকারীকে আটক করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে ২ কেজি ৩০০ গ্রাম স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

এ বিষয়ে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি জানান, জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা। পাচারকারীদের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ এবং জব্দকৃত স্বর্ণ সরকারের কোষাগারে জমা করা হবে। 

Link copied!