• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২, ২ রবিউল আউয়াল ১৪৪৬

সাভারে লিফটের গর্তে পড়ে শিশুর মৃত্যু


সাভার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৪:৩৩ পিএম
সাভারে লিফটের গর্তে পড়ে শিশুর মৃত্যু

সাভারে একটি নির্মাণাধীন ভবনের লিফটের জায়গার জমাট ময়লা পানিতে পড়ে সাড়ে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৪ আগস্ট) বিকেল পাঁচটার দিকে সাভার বাজার বাসষ্ট্যান্ড সংলগ্ন স্বরণিকা আবাসিক এলাকার আমিনুল ইসলামের নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশকে না জানিয়েই শিশুটির মরদেহ গ্রামের বাড়ি বগুড়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে সাড়ে তিন বছরের শিশু তৌফিক তার বাবা রাজমিস্ত্রি ফারুকের সঙ্গে ওই বাড়িতে যান। এসময় শিশুটি অসাবধানতাবশত লিফটের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর লিফটের গর্তে শিশুটির মরদেহ পাওয়া যায়। পরে পুলিশকে না জানিয়ে রাতেই শিশুটির মরদেহ তার গ্রামের বাড়ি বগুড়ায় পাঠিয়ে দেওয়া হয়। 

এ ঘটনায় এলাকাবাসী ওই বাড়ির মালিকের বিচার দাবি করেছেন। এলাকাবাসী অভিযোগ করে বলেন, কোনো প্রকার সেফটি ছাড়াই ওই নির্মাণাধীন বাড়িতে কাজ করছে নির্মাণ শ্রমিকরা।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ও ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।

Link copied!