• ঢাকা
  • সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২, ১ রবিউল আউয়াল ১৪৪৬

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, তীব্র যানজট


সাভার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৫:০১ পিএম
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

ঢাকা-১৯ আসন থেকে দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এতে সড়কের ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়েছে। 

রোববার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর বাসস্ট্যান্ডে ঢাকামুখী লেন অবরোধ করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন জানান, ঢাকা-১৯ আসন ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানকার ভোটার সংখ্যা ৭ লাখের বেশি। এই সংসদীয় আসনকে দুই ভাগে ভাগ করা যায়। কিন্তু এখন অপরিকল্পিতভাবে আসনটিকে বিন্যাস করা হয়েছে। যেখানে বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে ঢাকা-২ আসনের (মূলত কেরাণীগঞ্জ) সঙ্গে যোগ করা হয়েছে। এ সিদ্ধান্ত এই দুই ইউনিয়নের বাসিন্দারা মানতে পারছেন না। তারা বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে আগের মতো ঢাকা-১৯ আসনের সঙ্গে যুক্ত রাখার পক্ষে।

স্থানীয় আয়ুব খান বলেন, “আমাদের এই বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে যদি ঢাকা-২ আসনের সঙ্গে যুক্ত করা হয় তবে এই অঞ্চলের মানুষ অবহেলার শিকার হবে। কারণ এখান থেকে প্রায় ৩০/৪০ কিলোমিটার দূরত্ব কেরানীগঞ্জের। সেখানকার জনপ্রতিনিধিদের সঙ্গে এই অঞ্চলের মানুষের যোগাযোগ রক্ষা করা সম্ভব নয়। এতে এই অঞ্চলের মানুষ ও জনপদের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই এই অঞ্চলকে সাভারের সঙ্গে যুক্ত রাখার পক্ষে আমরা।” 

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সাহেল আহমেদ বলেন, “স্থানীয়রা সড়ক অবরোধ করেছিলেন। তবে এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।”

Link copied!