ঢাকা-১৯ আসন থেকে দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এতে সড়কের ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়েছে।
রোববার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর বাসস্ট্যান্ডে ঢাকামুখী লেন অবরোধ করেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন জানান, ঢাকা-১৯ আসন ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানকার ভোটার সংখ্যা ৭ লাখের বেশি। এই সংসদীয় আসনকে দুই ভাগে ভাগ করা যায়। কিন্তু এখন অপরিকল্পিতভাবে আসনটিকে বিন্যাস করা হয়েছে। যেখানে বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে ঢাকা-২ আসনের (মূলত কেরাণীগঞ্জ) সঙ্গে যোগ করা হয়েছে। এ সিদ্ধান্ত এই দুই ইউনিয়নের বাসিন্দারা মানতে পারছেন না। তারা বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে আগের মতো ঢাকা-১৯ আসনের সঙ্গে যুক্ত রাখার পক্ষে।
স্থানীয় আয়ুব খান বলেন, “আমাদের এই বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে যদি ঢাকা-২ আসনের সঙ্গে যুক্ত করা হয় তবে এই অঞ্চলের মানুষ অবহেলার শিকার হবে। কারণ এখান থেকে প্রায় ৩০/৪০ কিলোমিটার দূরত্ব কেরানীগঞ্জের। সেখানকার জনপ্রতিনিধিদের সঙ্গে এই অঞ্চলের মানুষের যোগাযোগ রক্ষা করা সম্ভব নয়। এতে এই অঞ্চলের মানুষ ও জনপদের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই এই অঞ্চলকে সাভারের সঙ্গে যুক্ত রাখার পক্ষে আমরা।”
সাভার হাইওয়ে থানার ইনচার্জ সাহেল আহমেদ বলেন, “স্থানীয়রা সড়ক অবরোধ করেছিলেন। তবে এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।”