আবারও দুর্ঘটনা হয়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে। এবার প্রাইভেট কার ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত হয়েছেন তিনজন। আহত হয়েছেন আরও একজন। হতাহতের সবাই এক মোটরসাইকেলের আরোহী ছিলেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতিলা গ্রিন মর্ডান সিটি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা হয়।
নিহত ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের খিলপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আওলাদ হোসেন (২৩), হাশেম মিয়ার ছেলে মোহাম্মদ হাবিল (২৩) ও মঙ্গল মিয়ার ছেলে কাইয়ূম মিয়া। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে ইমন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এক্সপ্রেসওয়ের পূর্ব পাশের সার্ভিস লেন দিয়ে নম্বরবিহীন একটি লাল রঙের মোটরসাইকেলে চারজন শ্রীনগর থেকে নিমতলার দিকে যাচ্ছিলেন। পথে নিমতলা গ্রিন মর্ডান সিটি সংলগ্ন এলাকায় আসলে অপর দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে চারজনই ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনজন। আহত আরেকজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।
হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম ছিদ্দিক তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতেরা সবাই টাইলস মিস্ত্রির কাজ করতেন। কাজ শেষে চারজন একই মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে একই দিন (২১ আগস্ট) সকাল ৬টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ফায়ার সার্ভিস বলছে, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় প্রাইভেট কারটি।
এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় যাত্রীছাউনির পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন আরমান, রাইসা ও তানজিল। তবে হতাহতদের বিস্তারিত পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।