• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

১৫ বছরের কিশোরী গৃহকর্মী অন্তঃসত্ত্বা, বাবা-ছেলে গ্রেপ্তার


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০২:৪৪ পিএম
১৫ বছরের কিশোরী গৃহকর্মী অন্তঃসত্ত্বা, বাবা-ছেলে গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চড়িয়া কান্দিপাড়ার যদু ফকিরের ছেলে জমসের ফকির (৬৫) ও তার ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকির (৩৫)।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, ১৫ বছর বয়সী ওই কিশোরী সাড়ে ছয় বছর ধরে জমসেরের বাড়িতে গৃহকর্মীর কাজ করত। অভিযুক্ত জমসের ও তার ছেলে নিয়মিত ওই কিশোরীকে ধর্ষণ করতেন। বিষয়টি এত দিন গোপন ছিল। ওই কিশোরীও কাউকে কিছু বলেনি।

ওসি আরও বলেন, সম্প্রতি ওই কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ভুক্তভোগীর মা বাদী হয়ে মঙ্গলবার জমসের ও তার ছেলে মুক্তারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!