• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

৬ হাজার ৮শ টাকায় বিক্রি হলো একটি ইলিশ


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৬:০৮ পিএম
৬ হাজার ৮শ টাকায় বিক্রি হলো একটি ইলিশ

পটুয়াখালীর কুয়াকাটায় দুই কেজি ২৮০ গ্রাম ওজনের একটি ইলিশ ৬ হাজার ৮৪০ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে স্থানীয় জেলে মো. আলমাসের জালে ধরা পড়ে ইলিশটি। পরে কুয়াকাটা মেয়র বাজারে নিলামে উঠানো হলে মো. হাসান নামে এক মাছ ব্যবসায়ী ৬ হাজার ৮৪০ টাকায় ইলিশটি কিনে নেন।

দুই কেজি ওজনের ইলিশ অনেক দিন পরে ধরা পড়ায় সেটি একনজর দেখতে উৎসুক লোকজনের ভিড় জমে যায়।

জেলে মো. আলমাস বলেন, “মাছ ধরার উদ্দেশ্যে সাগরে গিয়ে বরাবরের মতো জাল ফেলি। এ সময় বড় মাছটি আমাদের জালে ধরা পড়ে। বড় মাছের দামও বেশি হয়। সাগরে এমনিতেই ইলিশের আকাল। তবে বড় মাছ পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারি।”

মনি ফিস আড়তের ব্যবসায়ী রুবেল ঘরামি বলেন, “এত বড় মাছ এই বাজারে খুব কম দেখা মেলে। তাই নিলামে ১ লাখ পনেরো হাজার টাকা দরে মাছটি বিক্রি হয়েছে। এতে মাছটির মূল্য বাবদ ৬ হাজার ৮৪০ টাকা বিক্রেতা পেয়েছেন।”

এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “এটি আসলেই ভালো খবর। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। কুয়াকাটা সংলগ্ন আন্ধারমানিক নদীর সমুদ্রমোহনা খনন করা হলে বড় সাইজের ইলিশ মাছ বেশি ধরা পড়বে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!