• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

মুক্ত আকাশে ডানা মেলল ১০টি ঘুঘু


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩, ০৮:০১ পিএম
মুক্ত আকাশে ডানা মেলল ১০টি ঘুঘু

ভোলায় অভিযান চালিয়ে ১০টি দেশি ঘুঘুপাখি উদ্ধারের পর অবমুক্ত করেছে ভোলার উপকূলীয় বন বিভাগ।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে জেলা বন বিভাগ কার্যালয়ের সামনে পাখিগুলো অবমুক্ত করা হয়। এ সময় পাখি বিক্রেতা মো. হারুনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ভোলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকা থেকে দেশীয় পাখি ধরে এনে বিভিন্ন স্থানে বিক্রি করছে, এমন তথ্যের ভিত্তিতে রোববার (৯ এপ্রিল) বিকেলে সদর উপজেলা শহরের মহিলা কলেজ এলাকায় অভিযান চালায় বন বিভাগের লোকজন। এ সময় হারুন নামের এক ব্যক্তির ভ্যান গাড়িতে একটি খাঁচায় আটকে রাখা ১০টি ঘুঘু পাখি জব্দ করা হয় এবং ওই ব্যবসায়ীকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

বন্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, দেশীয় জাতের ঘুঘু পাখি এখন খুব একটা দেখা যায় না। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ পাখি সংরক্ষণ করা খুবই জরুরি। পাখি শিকারিদের উৎপাত বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

Link copied!