• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

বুড়িমারী স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৩, ০৮:৩৯ পিএম
বুড়িমারী স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে স্থলবন্দরের পুলিশ অভিবাসন চৌকি দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

রোববার (১৬ এপ্রিল) বিকালে এ তথ্য নিশ্চিত করেন বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ।

ছায়েদুজ্জামান সায়েদ বলেন, “ঈদুল ফিতর উপলক্ষে বুড়িমারী ও ভারতের চ্যাংড়াবান্দা স্থলবন্দরের ব্যবসায়ীদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ১০দিন আমদানি- রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত মোতাবেক বুধবার (১৯ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঈদের ছুটি এবং শুক্রবার (২৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটি মিলে টানা ১০দিন সকল ধরনের আমদানি- রপ্তানি বন্ধ থাকবে। শনিবার (২৯ এপ্রিল) যথারীতি চালু হবে বন্দরের কার্যক্রম। এ সংক্রান্ত একটি পত্র গত ৮ এপ্রিল নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে।”

এ বিষয়ে স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তার উপপরিদর্শক(এসআই) মুরহাসান কবির বলেন, “আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।”

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন বলেন, “উভয় দেশের ব্যবসায়ীদের ঈদের ছুটির বিষয়ে পত্র পাঠানো হয়েছে।” 

Link copied!