• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১, ০৮:৫৭ পিএম
৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

ইলিশ রক্ষায় ফরিদপুরের চরভদ্রাসনের পদ্মা নদীতে অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ।

শুক্রবার (৮ অক্টোবর) বিকালে এসব কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে মা ইলিশ সংরক্ষণে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

জানা যায়, আজ সকাল ৮টায় উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম মাহমুদুল হাসানের নেতৃত্বে উপজেলার গোপালপুর ঘাট হইতে স্পিডবোট ও ট্রলারযোগে নমুর ছ‍্যাম সালেপুর, সালিপুরের শেষ সীমানা উজানের শেষ সীমানা পর্যন্ত অংশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন পয়েন্টে ইলিশ নিধন কারেন্ট জাল নৌকাতে পাওয়া যায়।

অভিযানের উপস্থিতি টের পেয়ে সকল জেলে জাল ছেড়ে পালিয়ে যান। এসময় পরিত্যক্ত নিষিদ্ধ ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়াও এ অভিযান পরিচালনাকালে ৫২ হাত লম্বা আকৃতির ২০০টি চায়না দুয়ারী জব্দ করা হয়।

চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা এস,এম মাহমুদুল হাসান বলেন, মা ইলিশ ও দেশি প্রজাতির মাছে অবাধ বিচরণে এ অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। 
 

Link copied!