ফেনীর পরশুরাম উপজেলার উত্তর রাজেশপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. আবদুল মান্নান মিন্টুকে (৫২) আটক করেছে র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা।
রোববার (৩১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-৭ কোম্পানি অধিনায়ক আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিথলিয়া ইউপির উত্তর রাজেশপুর গ্রামে আভিযান চালিয়ে আবদুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরশুরাম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।