• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

ফরিদপুরে করোনায় আরও ৮ জনের মৃত্যু


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১, ০৮:০১ পিএম
ফরিদপুরে করোনায় আরও ৮ জনের মৃত্যু

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা এবং উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরও ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৮১২।

রোববার (১৫ আগস্ট) দুপুরে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে পাঁচজন করোনায় এবং তিনজন করোনার উপসর্গ নিয়ে। এরমধ্যে ফরিদপুরের ছয়জন এবং মাদারীপুর ও গোপালগঞ্জে একজন করে মারা গেছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বলেন, ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবের মাধ্যমে ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের এবং র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ৭৩ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ২৫ শতাংশ।

পিসিআর ল্যাবে করোনা শনাক্ত হওয়া ৪০ জনের মধ্যে ভাঙ্গায় ৪, বোয়ালমারীতে ১, নগরকান্দায় ৩, মধুখালীতে ১, সদরপুরে ৪, সালথায় ১ এবং ফরিদপুর সদরে ২৬ জন রয়েছে। ফরিদপুরে পিসিআর ল্যাবের মাধ্যমে এ পর্যন্ত ১৯ হাজার ৮১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগী রয়েছেন ২২৯ জন। এর মধ্যে করোনা রোগী ১৭৩ জন। গত ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হয়েছেন ৪২ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৬৯ জন।

Link copied!