• ঢাকা
  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

নির্বাচনী সহিংসতা: ২ ভাই হত্যা মামলার ৫৭ আসামি কারাগারে


মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২, ০৫:৪১ পিএম
নির্বাচনী সহিংসতা: ২ ভাই হত্যা মামলার ৫৭ আসামি কারাগারে

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামে নির্বাচনী সহিংসতায় দুই ভাই হত্যা মামলার প্রধান আসামিসহ ৫৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরের দিকে মেহেরপুর চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক শিরিন নাহারের আদালতে আসামিরা আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি।

চাঞ্চল্যকর দুই ভাই হত্যা মামলায় উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন ১ মাসের জামিনে ছিল আসামিরা। অন্তবর্তীকালীন জামিনের নির্ধারিত সময় পার হয়ে গেলে মেহেরপুর আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন তারা।

মেহেরপুরে দ্বিতীয় ধাপে নির্বাচনে গাংনীর কাথুলী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের দুই মেম্বর প্রার্থীর মধ্যে আধিপত্য বিস্তারের জের ধরে গত বছরের ৮ নভেম্বর সকালে মেম্বার প্রার্থী আজমাইন হোসেন টুটুল ও আতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। দুই পক্ষের সংঘর্ষে বর্তমান মেম্বার আজমাইন হোসেন টুটুলের ফুপাতো দুই ভাই সাহাদুল ও জাহারুলকে নৃশংসভাবে খুন করে আতিয়ার রহমানের লোকজন। এ ঘটনায় উভয় পক্ষের নারীসহ অন্তত ২০জন আহত হন। নিহত সাহাদুল ও জাহারুলের ফুপাতো ভাই লালটু বাদী হয়ে ৬৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার পর ওইদিন পুলিশ এজাহারভুক্ত সাতজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। 

Link copied!