• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

নওগাঁ সদর হাসপাতালে সুরক্ষা সামগ্রী প্রদান


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০৯:১১ পিএম
নওগাঁ সদর হাসপাতালে সুরক্ষা সামগ্রী প্রদান

নওগাঁ সদর হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর ও কোভিড-১৯ সুরক্ষা সামগ্রী দিয়েছেন করেছে যুক্তরাজ্য প্রবাসী নওগাঁ অ্যাসোসিয়েশন  ইউকে নামের একটি সংগঠন। 

বুধবার (৪ আগস্ট) দুপুরে নওগাঁ সদর হাসপাতাল সম্মেলন কক্ষে সুরক্ষা সামগ্রী হাসপাতালের তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিক্যাল অফিসারের হাতে তুলে দেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।  

এসময় উপস্থিত ছিলেন নওগাঁ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল বারী, নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. একেএম আবু হানিফ, আবাসিক চিকিৎসক মো. আনছার আলী, নওগাঁ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, নওগাঁ এ্যাসোসিয়েশন ইউকের সদস্য শাকিলসহ হাসাপাতালের চিকিৎসক ও নার্সরা।

নওগাঁ অ্যাসোসিয়েশনের ইউকের পাঠানো সামগ্রীগুলো প্রধান অতিথি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন নওগাঁ সদর হাসপাতালের তত্ত্ববধায়কের হাতে তুলে দেন।

এগুলো হলো হাই ফ্লো হিউমিডিফাইয়ার, ৪টি অক্সিজেন কনসেনট্রেটর, ৪টি পাল্স অক্সিমিটার, ১০০টি এন-৯৫ মাস্ক ও ৫০টি ফেস সিল্ড।

Link copied!