• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

‘ট্রেবল জেতার জন্য সবকিছু করব’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২, ২০২৩, ০৬:৪৭ পিএম
‘ট্রেবল জেতার জন্য সবকিছু করব’

পেপ গার্দিওয়ালার অধীনে টানা তিন মৌসুম ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ম্যান সিটি। সামনে  রয়েছে ট্রেবল জয়ের সম্ভাবনা। এমন সাফল্যে বেশি অবদান রেখেছেন দলটির সবচেয়ে বড় তারকা আর্লিং হল্যান্ড। এই মৌসুমে ৩৬ গোল তারই প্রমাণ। তবে ট্রেবল জয়ের স্বপ্ন পূরণে নিজেকে উজাড় করতে দিতে চান এই তারকা। হল্যান্ড বলেন, ‘ট্রেবল জয়ের জন্য সবকিছু করব।’

রেকর্ড হাতছানি দিচ্ছে আকাশি- নীল জার্সিধারীদের। ১৯৯৯ সালে ম্যানচেস্টার ইউনাইডের পর তারা এই রেকর্ডের অংশীদার হবে। এজন্য অতিক্রম করতে হবে আরও দুই ধাপ । শনিবার (৩ জুন) এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাতে হবে। এরপরে ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারাতে হবে।

তবে চ্যাম্পিয়নস লিগ জেতাই যে তাদের লক্ষ্য তা অকপটে স্বীকার করেন ম্যান সিটি তারকা। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘লুকানোর কিছু নেই, অবশ্যই, তারা আমাকে এজন্যই কিনেছে।’

তবে ট্রেবল জেতা যে সহজ হবে না তা মানেন ২২ বছর বয়সী এই তারকা। তিনি বলেন, ‘দুই ফাইনালে দুইটি দলই ভালো । তারা আমাদের গুড়িয়ে দিতে সবকিছু করবে।’

তবে স্বপ্ন পূরণের লক্ষ্যে অটল গার্দিওলার শিষ্য। এজন্য ট্রেবল জয়ের জন্য নিজের সেরাটা দিয়ে খেলতে মুখিয়ে আছেন হল্যান্ড। এই ফরোয়ার্ড বলেন, ‘এটার জন্য যা কিছু সম্ভব সবই করব। এটা আমার সবচেয়ে বড় স্বপ্ন এবং আশা করি, স্বপ্ন সত্যি হবে।’ এজন্য প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সবকিছু দিয়ে খেলতে হবে বলেন হল্যান্ড। সাবেক ডর্ট্মুন্ড তারকা বলেন, ‘তারা উজ্জীবিত থাকবে। তারা প্রস্তুত এবং আমাদের সেরা খেলতে হবে। যদি আমরা তা করতে পারি তবে সত্যিই ওইটা অর্জনের (ট্রেবল) ভালো সুযোগ হবে।’

গত মৌসুমে বুরুসিয়া ডর্ট্মুন্ড থেকে ম্যান সিটি আসেন এই তারকা। দলকে এই পর্যায়ে নিয়ে আসতে ৫২ টি গোল করেছেন। এর মধ্যে এই মৌসুমেই ৩৬ গোল করেছেন। 

Link copied!