ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর পর সেদেশের সরকার সামরিক আইন জারি করেছেন। ফলে অন্য সবকিছুর মত স্থগিত করা হয়েছে ইউক্রেন প্রিমিয়ার লিগ ফুটবল প্রতিযোগিতাও।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) প্রতিযোগিতাটির ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গতকাল দিনের প্রথম প্রহরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযানের ঘোষণার পর ইউক্রেনের বিরুদ্ধে স্থল, আকাশ ও সমুদ্রপথে সর্বাত্মক আক্রমণ শুরু করে রুশ বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোনো দেশ একই মহাদেশের কোনো দেশে এত বড় আক্রমণ চালায়নি।
এদিকে রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি সামরিক আইন জারি করার ঘোষণা দিয়েছেন। ফলে ইউক্রেনের শীর্ষ ফুটবল প্রতিযোগিতাটি বাধ্য হয়ে স্থগিত করা হয়েছে।
গতবারের চ্যাম্পিয়ন ও ১৬ বারের শিরোপা জয়ী দিনামো কিয়েভ স্থগিত হওয়ার আগে শাখতার দোনেৎস্কের থেকে ২ পয়েন্টে পিছিয়ে আছে। তবে প্রতিযোগিতাটি শেষ হওয়া এখন অনিশ্চয়তার মুখে।
চলমান এই সঙ্কটের ফলে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরের ফাইনাল সরে যাওয়া প্রায় নিশ্চিত। এ বিষয়ে সিদ্ধান্তের জন্য আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ৩ টায় জরুরি বৈঠকে বসছে উয়েফা। এখানেই রাশিয়া থেকে ফাইনাল ম্যাচ সরে আসার সিদ্ধান্ত আসতে পারে বলে জানাচ্ছে বিভিন্ন গণমাধ্যম।
চলতি বছর কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপের প্লে-অফের ম্যাচেও পড়তে পারে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রভাব। আগামী মার্চে রাশিয়া মুখোমুখি হবে পোল্যান্ডের। ইউক্রেন খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে।