• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাটারদের পারফরম্যান্সে হতাশ ব্যাটিং কোচ প্রিন্স


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২, ০৭:৪৮ পিএম
ব্যাটারদের পারফরম্যান্সে হতাশ ব্যাটিং কোচ প্রিন্স

ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের মতে, ক্রাইস্টচার্চে তারা এখন যা-ই করুক না কেন ফলাফল ভালো করতে হবে। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫২১ রানের জবাবে সফরকারী বাংলাদেশ ১২৬ রানে অলআউট হয়ে ফলো অনে পড়ে যাতে আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটেনি।

টপ অর্ডার ব্যাটার পাঁচজন সবাই একক অঙ্কে আউট হয়েছে, গত সপ্তাহে প্রথম টেস্টের একেবারে বিপরীত। হ্যাগলি ওভালে দ্বিতীয় দিনে মাত্র ৪১.২ ওভারের বিপরীতে মাউন্ট মাঙ্গানুইতে তারা ১৭৩ ওভার ব্যাট করেছিল।

প্রিন্স বলেছেন যে ইয়াসির আলি, যিনি তার প্রথম টেস্টে অর্ধশতকে পৌঁছেছেন, এই ইনিংসে সর্বোচ্চ ৫৫ রান করেছেন। তিনি দেখিয়েছেন তিনি যা করতে চান তাতে তিনি আত্মবিশ্বাসী ছিলেন।

ষষ্ঠ উইকেটে ৬০ রান যোগ করেন ইয়াসির ও নুরুল হাসান। নুরুল তার ৪১ রানের ইনিংস খেলার পথে বেশ দৃঢ়ভাবে এগিয়েছিলেন। কিন্তু তার প্রচেষ্টা বাংলাদেশকে কঠিন পরিস্থিতি থেকে বের করতে ব্যর্থ হয়েছে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রিন্স বলেন, "চা বিরতির সময় আমরা সনাক্ত করেছি যে পিচটি ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। আমরা যদি একটু ক্রিজে টিকে থাকতে পারতাম, তাহলে আমরা একটি পার্টনারশিপ চালিয়ে যেতে পারতাম। আজ সারফেস থেকে মুভমেন্টটি একটু দ্রুত হয়েছে। সোহান ভালো খেলেছে। বোলারদের বিপরীতে সুন্দরভাবে নিজেকে মেলে ধরেছে।"

টম লাথামের নেতৃত্বে নিউজিল্যান্ড প্রথম দিনে কীভাবে ব্যাট করেছিল যে ২৫২ রান করেছিল প্রিন্স তার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, "আমরা কিউইদের কাছ থেকে শিখেছি যে তারা অফ স্টাম্পের বাইরে অনেক বেশি বল রেখেছিল। এটি নিউজিল্যান্ডের ব্যাটারদের জন্য কিছুটা স্বাভাবিকভাবে আসে। তারা বাউন্সি সারফেসে খেলে। আমাদের ছেলেরা অনেক বেশি বল খেলে। আমি ভেবেছিলাম আমরা আজ টিকে যেতে পারব। আশা করি আগামীকাল আমরা একটি ভালো দিন শুরু করতে পারব।"

প্রিন্স বলেছেন বাংলাদেশ জানত যে নিউজিল্যান্ড প্রথম টেস্টে পরাজয়ের পরে পাল্টা আঘাত হানবে। এবং ক্রাইস্টচার্চ টেস্ট বাংলাদেশের পক্ষে কঠিন হয়ে পড়বে। 

ব্যাটারদের ব্যর্থতায় হতাশ প্রিন্স বলেন, "অবশ্যই আমরা হতাশ। গত সপ্তাহ আর আজকের দিনের পার্থক্য বিশাল। তখন দারুণ প্রচেষ্টা ছিল। আমরা একটি মানসম্পন্ন বোলিং আক্রমণের বিপক্ষে ১৭৩ ওভার খেলেছি। স্বাভাবিকভাবেই নিউজিল্যান্ড কামব্যাক করবে। কিন্তু দুই টেস্ট তুলনায় এটি সত্যি হতাশার।"

Link copied!