• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বরিশালের বিপক্ষে ঢাকার সহজ জয়


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ০৪:০০ পিএম
বরিশালের বিপক্ষে ঢাকার সহজ জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম ম্যাচে সোমবার (২৪ জানুয়ারি) মুখোমুখি হয় মিনিস্টার ঢাকা ও ফরচুন বরিশাল। বরিশালের স্বল্প ১২৯ রানের টার্গেটে ঢাকা ম্যাচ জিতে নেয় ৪ উইকেটে। 

ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ঢাকা। মাত্র ২১ রানেই প্রথম উইকেট হারায় বরিশাল। ২৩ রানে ৩ উইকেটের পতন ঘটলে অধিনায়ক সাকিব আল হাসান দলের হাল ধরেন। অধিনায়কের সংগ্রহ ২৩ রান। ক্রিস গেইলের ৩৬ ও ডোয়াইন ব্রাভোর অপরাজিত ৩৩ রানে ভর করে স্কোরবোর্ডে ৮ উইকেটে ১২৯ রানের স্বল্প পুঁজি গড়ে বরিশাল।

ঢাকার পক্ষে আন্দ্রে রাসেল ও ইসুরু উদানা দুইটি করে উইকেট লাভ করেন। একটি করে উইকেট পান রুবেল হোসেন, শুভাগত হোম, হাসান মুরাদ ও মাহমুদউল্লাহ রিয়াদ।

১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ঢাকা। গত দুই ম্যাচে অর্ধশতক পাওয়া তামিম আউট হন শূন্য রানে। মাত্র ১০ রানেই ঢাকার পতন ঘটে ৪টি উইকেটের। দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও শুভাগত হোম। তাদের জুটি একত্রে অর্ধশতক রান করে। ২৯ রানে শুভাগত হোম ফিরে গেলেও আন্দ্রে রাসেলকে নিয়ে মাহমুদউল্লাহ জয়ের দিকে এগিয়ে যেতে থাকেন দুর্দান্ত গতিতে। রাসেল মাত্র ১৫ বলে ৩১ রানের ঝলমলে ইনিংস উপহার দেন। মাহমুদউল্লাহ অপরাজিত থাকেন ৪৭ রানে। মাত্র ১৭.৩ ওভারে ৬ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা। তিন ম্যাচে ঢাকার এটাই প্রথম জয়।

বরিশালের পক্ষে শফিকুল ইসলাম ও আলজারি জোসেফ দুইটি করে উইকেট পান। একটি করে উইকেট পান সাকিব ও ডোয়াইন ব্রাভো।

খেলা বিভাগের আরো খবর

Link copied!