• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

বছরের প্রথম সেঞ্চুরি কনওয়ের, উইকেট মেডেন শরিফুলের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২২, ০২:৩৪ পিএম
বছরের প্রথম সেঞ্চুরি কনওয়ের, উইকেট মেডেন শরিফুলের

নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে বড় কোনো অঘটন বা অর্জন না থাকলেও বছরের প্রথম দিন বেশ স্বাচ্ছন্দ্যেই কেটেছে দুই দলের। ২৫৮ রানে দিন শেষ করেছে স্বাগতিকরা। পাঁচ উইকেট শিকার করেছে সফরকারী দল।

এদিকে নতুন বছরের প্রথম দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। টাইগার অধিনায়ক মমিনুল হকের বলে আউট হওয়ার আগে ২২৭ বল খেলে ১২২ রান সংগ্রহ করেন কিউই এই ব্যাটার।

উইল ইয়ংয়ের ৫২ রান আর কনওয়ের সেঞ্চুরিতে আড়াইশ রানের কোটা পার করে নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন শরিফুল ইসলাম। একটি করে উইকেট পেয়েছেন মমিনুল ও ইবাদত।

এর মধ্যে দিনের শুরুতেই উইকেট মেডেন তুলে নেন তরুণ পেসার শরিফুল ইসলাম। বে ওভালে বছরের শুরুটাও নিজের করে নিয়েছেন তিনি। ওপেনার টম লাথামকে ব্যক্তিগত এক রানেই ফিরিয়ে দেন শরিফুল।

দ্বিতীয় দিনেও টাইগাররা অল্প রানেই আটকাতে চাইবে কিউইদের। আর ৩২ রানে অপরাজিত হেনরি নিকোলাস হয়তো টেল এন্ডারদের সঙ্গে বড় জুটি গড়ে চালেঞ্জিং স্কোর করার আশায় থাকবেন।

Link copied!