বে ওভালের দুর্দান্ত একটা ম্যাচ জিতে আবারও পুরনো রূপ বাংলাদেশের। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাটিং বিপর্যয়ে ১০০ রান তুলতেই বাংলাদেশ খুইয়েছে ৬ উইকেট। ১২৬ রানেই নেই ৯ উইকেট।
নিউজিল্যান্ড ৬ উইকেটে ৫২১ রান তুলে ইনিংস ঘোষণা করে। কিউইদের রানের পাহাড় টপকাতে ব্যাট করতে নেমেই দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মাত্র ১১ রানে টপ অর্ডার ব্যাটারদের হারিয়ে দিশেহারা বাংলাদেশ শিবির।
তবে আশা জাগিয়েছিলেন ইয়াসির আলি ও নুরুল হাসান। রানের গতি সচল রাখার দায়িত্ব তারা ভালোভাবেই পালন করছিলেন। তবে ব্যক্তিগত ৪১ রানে টিম সাউদির বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন নুরুল।
গত ম্যাচের প্রথম ইনিংসে ৪৭ রান করা মেহেদী হাসান মিরাজও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। মাত্র ৫ রানে প্যাভিলিয়নের পথ ধরেন। বাংলাদেশ ৭ উইকেটে ১১৩ রানে ব্যাট করছে।