• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

নেইমারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে চুরি


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২, ১২:৪৬ পিএম
নেইমারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে চুরি

ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের দুঃসময় কাটছেই না। গুরুতর ইনজুরিতে প্রায় তিন মাস মাঠের বাইরে তিনি। প্রায়ই মাঠের বাইরে থাকতে হয় এই তারকাকে। এবার আরেক দুঃসংবাদ। নেইমারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে খোয়া গেছে ইউরো।

সাও পাওলো রাজ্য পুলিশ নেইমারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ৩৭ হাজার ইউরো চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশের মতে, ওই যুবক একটি কোম্পানির প্রশাসনিক সহকারী হিসেবে কাজ করতেন এবং তার পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি একটি অপরাধী গোষ্ঠীর সঙ্গে জড়িত। এই চক্রটি অবৈধ লেনদেনের মাধ্যমে প্রতারণার সঙ্গে সম্পৃক্ত।

এই ব্যক্তি ব্রাজিলে পিক্স নামে পরিচিত একটি তাৎক্ষণিক অনলাইন ব্যাংক ট্রান্সফার সিস্টেম ব্যবহার করেছিলেন। তাকে অপরাধ তদন্তের আঞ্চলিক বিভাগের বিশেষ এজেন্টদের দ্বারা গ্রেপ্তার করা হয়েছিল। 

সন্দেহভাজন ব্যক্তিকে সাও পাওলোর অন্যতম জনবহুল অঞ্চল জোনা লেস্টের আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই ব্যক্তিকে গ্রেপ্তারের পর কর্তৃপক্ষ আভাস দিয়েছে যে তারা ইতিমধ্যেই কেলেঙ্কারিতে জড়িত অন্যান্য ব্যক্তিকে চিহ্নিত করেছে। 

এদিকে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি নেইমার।

খেলা বিভাগের আরো খবর

Link copied!