গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন বাংলাদেশ দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। পিঠের চোটে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। যে কারণে সাইফউদ্দিন সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলতে পারেননি।
তবে চলতি বছর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মাঠে ফিরেই সাইফউদ্দিনের ঝলক। আবাহনীর হয়ে বল হাতে ১৪ ম্যাচে ২২ উইকেট এবং ব্যাটিংয়ে ২৭০ রান করে নিজের ফেরার বার্তা দেন তিনি। ফলে বিসিবিও ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ দেন এই অলরাউন্ডারকে।
কিন্তু মোহাম্মদ সাইফউদ্দিনের দীর্ঘ ৮ মাসের অপেক্ষার প্রহর আরও লম্বা হলো। বোলিং করার সময় পিঠের পুরোনো ব্যথা অনুভব করার কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন। বিসিবির মেডিকেল টিম এই অলরাউন্ডারকে আনফিট ঘোষণা করে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদেরও জানিয়ে দিয়েছে।
আগামীকাল শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে সাইফউদ্দিনেরও রওনা হওয়ার কথা ছিল। কিন্তু পুরোনো চোট নতুন করে ফিরে আসায় বিমানে চড়া হবে না তার। উল্টো দেশে থেকে আবার পুনর্বাসন প্রক্রিয়ায় নামতে হবে।
লোয়ার অর্ডারে পেস বোলিং অলরাউন্ডারের অভাব পূরণে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে নেওয়া হয় সাইফউদ্দিনকে। কিন্তু বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেওয়া ফিটনেস পরীক্ষায় আটকে গেলেন সাইফউদ্দিন, আটকে গেল তার জাতীয় দলে ফেরার পথ।





































