• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

এবাদতের অগ্নিগোলকে কাঁপছে নিউজিল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২, ১১:০৯ এএম
এবাদতের অগ্নিগোলকে কাঁপছে নিউজিল্যান্ড

মাউন্ট মাউনগানুইতে আগুন ঝরাচ্ছেন এবাদত হোসেন। এই পেসারের আগুনে বিধ্বস্ত নিউজিল্যান্ডের টপ অর্ডার। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ১৩৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে তারা। এর মধ্যে এবাদত একাই নিয়েছেন ৪ উইকেট। 

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৬৩ রানে ২ উইকেটে হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। অধিনায়ক টম ল্যাথামকে (১৪) ফেরান তাসকিন আহমেদ। আর তিনে নামা ডেভন কনওয়েকে (১৩) আউট করে উইকেটের খাতা খোলেন এবাদত। এরপর অবশ্য প্রতিরোধ গড়েন উইল ইয়ং ও রস টেইলর। এই দুইজনের জুটিতে ৭৩ রান যোগ হয় কিউইদের বোর্ডে। 

এরপরই এবাদতের আঘাত। ভয়ঙ্কর হয়ে ওঠা ইয়ংকে বোল্ড করে কিউইদের ব্যাটিংয়ে ধস নামা তিনি। ৭টি চারে সাজিয়ে ১৭২ বলে ৬৯ রান করেন ইয়ং। একই ওভারের পঞ্চম বলে পাঁচে নামা হেনরি নিকোলসেরও স্টাম্প ভাঙেন এবাদত। আর পরের ওভার করতে এসে টম ব্লান্ডেলকে এলবিডাব্লুর ফাঁদে ফেলেন তিনি। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৩৭। ব্যাট করছেন টেইল (৩৩*) ও রাচিন রবীন্দ্র (৪*)।

খেলা বিভাগের আরো খবর

Link copied!