• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২, ২ রবিউল আউয়াল ১৪৪৬

ইনজুরিতে পড়ে শঙ্কায় দিবালার বিশ্বকাপ!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২, ০৩:৫৯ পিএম
ইনজুরিতে পড়ে শঙ্কায় দিবালার বিশ্বকাপ!

রোমার ম্যাচ জয়ের রাতে একটি দুঃস্বপ্ন হানা দিয়েছে ক্লাবটিতে। ইনজুরির কারণে মাঠ ছেড়েছেন ক্লাবটির আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। ইনজুরিতে আর্জেন্টিনার জার্সিতে তার বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা জেগেছে।

রোববার (৯ অক্টোবর) ইতালিয়ান সিরি ‘এ’-তে লেচ্চের বিপক্ষে মাঠে নেমেছিল রোমা। ক্লাবটির হয়ে পেনাল্টি থেকে জয়সূচক গোল করার পরই ইনজুরিতে পড়েন এই ফুটবলার। তাই উৎসব না করে খুড়িয়ে খুড়িয়ে মাঠ ছাড়তে হয়েছে এই ফরোয়ার্ড।

শুরুতে ইনজুরি গুরুতর মনে না হলেও ম্যাচ শেষে হোসে মরিনহো শুনিয়েছেন দুঃসংবাদ। তিনি জানান, বছরের বাকি সময়ে দিবালাকে মাঠে পাওয়ার আশা নেই তার।

বলেন, “আমি বলবো, খারাপ (দিবালার অবস্থা)... খুব খারাপ না। আসলে এটা খারাপের চেয়েও বেশি বাজে অবস্থা।”

তিনি আরও যোগ করেন, “আমি চিকিৎসক না। তবে আমার অভিজ্ঞতা ও ওর সাথে কথা বলে মনে হয়েছে, ওর মাঠে ফেরা খুব কঠিন হবে।”

মাঠ থেকে বের হওয়ার সময় দিবালাকে খুবই হতাশ ও বিধ্বস্ত মনে হয়েছে। এমনকি টিভি পর্দায় তার চোখের জলও চোখে পড়েছিল।

Link copied!