চলতি বছর শেষ হতে এখনো বাকি চার মাস। এ চার মাসে আরও বেশ কয়েকটি ছুটি পাবেন তারা। এর মধ্যে কিছু ছুটি বৃহস্পতিবার পড়েছে। ফলে টানা তিন দিন ছুটির স্বাদ পাবেন চাকরিজীবীরা।
২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী এই বছর আরও পাঁচ দিন ছুটি পাবেন চাকরিজীবীরা। এর মধ্যে সাধারণ ছুটি চার দিন এবং এক দিন নির্বাহী আদেশের ছুটি।
সাধারণ ছুটি পড়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত অুনযায়ী ঈদ-ই-মিলাদুন্নবী (৬ সেপ্টেম্বর, শনিবার), দুর্গাপূজা (১ অক্টোবর-বুধবার ও ২ অক্টোবর-বৃহস্পতিবার), বিজয় দিবস (১৬ ডিসেম্বর, মঙ্গলবার) এবং যিশুখ্রিস্টে জন্মদিন বা বড়দিন (২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার)।
এর মধ্যে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি দেওয়া হবে। এক দিনসহ দুই দিন সরকারি ছুটি থাকবে দুর্গাপূজায়। এর সঙ্গে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় দুর্গাপূজায় চার দিন ছুটি পাবেন চাকরিজীবীরা।
এ বছর চাকরিজীবীরা সবচেয়ে বড় ছুটি কাটিয়েছেন দুই ঈদে। এর মধ্যে ঈদুল ফিতরের ছুটি ছিল টানা ৯ দিন। ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল।
আর ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটি কাটান চাকরিজীবীরা। ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ছুটি কাটান চাকরিজীবীরা।