ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের বাড়িতে সাজসাজ রব। এ বাড়ির আরেক টেন্ডুলকার যে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন! শচীনের ছেলে অর্জুন তার নতুন জীবন শুরু করতে চলেছেন। এরই মধ্যে তার বাগদানও সম্পন্ন হয়ে গেছে।
অর্জুন যার সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন, তিনি হলেন সানিয়া চাঁদক। তিনি মুম্বাইয়ের প্রখ্যাত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি। অনুষ্ঠানে কেবল পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন।
ঘাই পরিবার আতিথেয়তা ও খাদ্য শিল্পে সুপরিচিত। তাদের মালিকানায় আছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং আইসক্রিম ব্র্যান্ড ব্রুকলিন ক্রিমারি।
টেন্ডুলকার পরিবার বা ঘাই পরিবার এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। বাগদানের দিনের আগে অর্জুনের ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেছে তিনি বল হাতে অনুশীলন করছেন, যার ক্যাপশন ছিল ‘স্রেফ ক্রিকেট মাঠ’।
তার শেষ পোস্ট ছিল রাখি বন্ধনের দিনে বোন সারার সঙ্গে একটি মজার মুহূর্ত, যেখানে তিনি মেকআপ করার চেষ্টা করছিলেন। ক্যাপশন ছিল ‘এই বিশৃঙ্খল জুটির জন্য রক্ষাবন্ধনের শুভেচ্ছা।’
শচীনও অল্প বয়সেই বিয়ে করেছিলেন। মাত্র ১৯ বছর বয়সে তিনি হবু স্ত্রী অঞ্জলির মাকে জিজ্ঞাসা করেছিলেন মেয়েকে বিয়ে করতে পারবেন কি না। তবে ১৯৯৫ সালে, ২২ বছর বয়সে তিনি অঞ্জলিকে বিয়ে করেন।
অর্জুন টেন্ডুলকার ২৫ বছর বয়সী বাঁহাতি পেসার ও অলরাউন্ডার, যিনি ঘরোয়া ক্রিকেটে গোয়ার হয়ে খেলেন। ২০২২ সালে রঞ্জি ট্রফিতে গোয়ার হয়ে রাজস্থানের বিপক্ষে প্রথম শ্রেণির অভিষেকে সেঞ্চুরি করেছিলেন তিনি, যা তার বাবার ৩৪ বছর আগের রঞ্জি অভিষেকের সেঞ্চুরির সঙ্গে মিলে যায়।
এ পর্যন্ত ১৭টি প্রথম শ্রেণির ম্যাচে অর্জুন নিয়েছেন ৩৭ উইকেট ও করেছেন ৫৩২ রান। ১৮টি লিস্ট ‘এ’ ম্যাচে তার উইকেট সংখ্যা ২৫, আর ২৪টি টি-টোয়েন্টিতে নিয়েছেন ২৭ উইকেট। আইপিএলে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। ২০২১ সালে ২০ লাখ রুপিতে কেনা হলেও ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তার অভিষেক হয়। একই মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ভুবনেশ্বর কুমারকে আউট করে নেন প্রথম উইকেট। ২০২৫ মৌসুমের আগে মুম্বাই তাকে ছেড়ে দিলেও মেগা অকশনে আবারও দলে নেয় ৩০ লাখ রুপিতে।