• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

যে কারণে কাঁদলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৯, ২০২৪, ০২:৫০ পিএম
যে কারণে কাঁদলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা
মাঠে কাঁদছেন বিরাট কোহলি, গ্যালারিতে আনুশকা শর্মা। ছবি : সংগৃহীত

এ কালের রূপকথা। আইপিএলের প্রথম ম্যাচে হারে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরপর এক জয়ের পর আবার টানা ৬ ম্যাচে হার। এতে পয়েন্ট টেবিলের একেবারে তলানীতে গিয়ে ঠেকেছিল বেঙ্গালুরু। তবে তখনো রূপকথা লেখা হয়নি।

দলের এমন অবস্থা দেখে অনেকেই ধরে নিয়েছিলেন, আইপিলে আরও একটি ব্যর্থ মৌসুম শেষ করতে যাচ্ছে বেঙ্গালুরু। কিন্তু না। বিরাট কোহলিদের অদম্য ইচ্ছাশক্তি আর ম্যাচ জয়ের তীব্র আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত প্লে-অফে এনে দিয়েছে বেঙ্গালুরুকে। টানা ৬ জয়ে শেষ দল হিসেবে সেরা চারে জায়গা করে নিয়েছে বেঙ্গালুরু।

শনিবার রাতে বাঁচা-মরার ম্যাচে ২৭ রানের জয়ে চেন্নাই সুপার কিংসকে বিদায় করে নিজেরাই প্লে অফে উঠে রূপকথা লিখে ফেলে বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২১৮ রান করেছিল কোহলিরা। জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই করতে পেরেছে ৭ উইকেটে ১৯১ রান। তবে ২০১ রান করে হারলেও প্লে-অফ নিশ্চিত হতো চ্যাম্পিয়ন চেন্নাইয়ের।

অবিশ্বাস্য এক ম্যাচ জিতে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেননি কোহলি। ধরে রাখতে পারেননি চোখের পানি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা ভিডিওতে দেখা যায় অশ্রুসিক্ত চোখে জয় উদযাপন করছেন কোহলি।

শ্বাসরুদ্ধকর ম্যাচটি গ্যালারিতে বসে দেখছিলেন কোহলির সহধর্মিনী, বলিউড নায়কা আনুশকা শর্মাও। তিনিও চেপে রাখতে পারেননি নিজের আবেগকে। জয় উদযাপনের সঙ্গে ছলছল করছিল আনুশকার দুটি চোখও। তার ম্যাচ জয়ের উদযাপনও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আগামী ২২ মে টেবিলের তৃতীয় স্থানে থেকে লিগপর্ব শেষ করা দলের বিপক্ষে এলিমিনেটর খেলবে বেঙ্গালুরু। এই ম্যাচ জিতলে তারা উন্নীত হবে কোয়ালিয়ার দুইয়ে। কোয়ালিফায়ার জিতলে ফাইনালে চলে যাবে কোহলিরা।

Link copied!