• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশে সিটিজেনদের জয়জয়কার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১২, ২০২৩, ০৪:৪৫ পিএম
চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশে সিটিজেনদের জয়জয়কার

ইস্তাম্বুলে ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিতেছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে রদ্রির একমাত্র গোলে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ শিরোপা ঘরে তুলেন হল্যান্ড-গুন্দোগানরা। ২৪ বছর পর কোনো ইংলিশ ক্লাব ‘ট্রেবল’ জয়ের এমন কৃতিত্ব অর্জন করল। এবার ইউরোপসেরা সেরা একাদশেও সিটিজেনদের জয়জয়কার।  

চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশ প্রকাশ করেছে উয়েফার টেকনিকাল অবজারভার প্যানেল। এই একাদশের ৭ জন খেলোয়াড়ই ম্যান সিটির। আসরের রানার্সআপ ইন্টার মিলানের দুজন খেলোয়াড় আছেন একাদশে। বাকি দুজন হলেন সেমি ফাইনালে হেরে যাওয়া রিয়াল মাদ্রিদের।

ইউরোপসেরা গোলরক্ষক হয়েছেন রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া। ডিফেন্ডার হিসেবে একাদশে জায়গা হয়েছে ম্যান সিটির কাইল ওয়াকার, রুবেন দিয়াস এবং ইন্টার মিলানের আলেহান্দ্রো বাস্তোনি ও ফেদেরিকা দিমারকো। মিডফিল্ডে আছেন ম্যান সিটির জন স্টোনস, কেভিন ডি ব্রুইনা, রদ্রি। মৌসুমসেরা ফরোয়ার্ড হিসেবে জায়গা পেয়েছেন ম্যান সিটির আর্লিং হাল্যান্ড ও বার্নাদো সিল্ভা আর রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র।

Link copied!