আর মাত্র ৩ দিন পর ভারতে আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের। এ নিয়ে ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে বিশেষজ্ঞদের উত্তেজনার পারদ তুঙ্গে। মেগা ইভেন্টে বিজয়ী হবে কোন দল, কোন দলই বা আন্ডারডগ -সেই বিষয়ে মাতামাতির শেষ নেই তাদের। একেকজন একেক মন্তব্য করছেন। একেক দল নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন তারা। এবার সেই তালিকায় যোগ দিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল, শ্রীলঙ্কার স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরন এবং পাকিস্তান পেসার ওয়াকার ইউনুস সহ আরও অনেকে।
রঙিন পোশাকের অন্যতম সেরা তারকা ক্রিস গেইল। এবারের বিশ্বকাপে অবশ্য তার দেশ ওয়েস্ট ইন্ডিজ নেই। তবে আলোচনায় আছেন তিনিও। ইউনিভার্স বসের মতে এবারের আসরের ফাইনালে খেলবে স্বাগতিক ভারত ও পাকিস্তান। এ সম্পর্কে স্টার স্পোর্টসকে তিনি বলেছেন, “আশা করি এবারের আসরে শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে ভারত-পাকিস্তান। এজন্য অপেক্ষার তর সইছে না আমার।”
মুরালিধরন বলেন, “এ বছর ওডিআই বিশ্বকাপের ফাইনালি লড়াইয়ে নামবে ভারত-পাকিস্তান। ইন্দো-পাক মহারণ হবে দেখার মতো।”
তবে পাকিস্তানের ওয়াকার ইউনিস নিজ দেশকে বিশ্বকাপের ফাইনালে দেখছেন না। তিনি মনে করেন, “এবার ফাইনাল খেলবে স্বাগতিকরা, তাদের প্রতিপক্ষ হবে জস বাটলারের ইংল্যান্ড। ইংল্যান্ড গত বছরও ফাইনাল খেলেছে। যেখানে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে তারা।”
এবারের বিশ্বকাপে শক্তিশালী দল নিয়েই অংশ নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। তবুও তাদের ফাইনালে দেখছেন না দেশটির সাবেক ক্রিকেটার জ্যাক ক্যালিস, ফাফ ডু প্লেসি ও ডেল স্টেইন। ক্যালিসের মতে, “শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াই করবে ইংল্যান্ড ও ভারত।” ডু প্লেসিস মনে করছেন, “ফাইনাল হবে অস্ট্রেলিয়া/নিউজিল্যান্ডের একটির সঙ্গে ভারতের।” আর ডেল স্টেইনের ফাইনালের দল দুটি হল ভারত ও ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ও অ্যারন ফিঞ্চ নিজ দেশকে ফাইনালে দেখছেন। ওয়াটসন বলেন, ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হবে ভারত। আর ফিঞ্চের মতে, অজিদের বিপক্ষে ফাইনালে লড়বে দক্ষিণ আফ্রিকা।
ভারতীয় উইকেট কিপার ব্যাটার কার্তিক বলেন, “২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ট্রফির লড়াইয়ে আমি ভারত-পাকিস্তানকে দেখতে চাই। আশা করি, টাইটেল রেসে চূড়ান্ত ম্যাচে তাদের যুদ্ধ হবে।”