• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

সাকিব-মুশফিকসহ এটাই যাদের শেষ বিশ্বকাপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৩, ০৩:৪৭ পিএম
সাকিব-মুশফিকসহ এটাই যাদের শেষ বিশ্বকাপ
বিশ্বকাপ লগো। ছবি : সংগৃহীত

দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। ৫ অক্টোবর ভারতের মাটিতে বসছে এবারের আসর। ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে ১৩তম আসর। এবারের আসরটি শেষ হবে ১৯ নভেম্বর আহমদাবাদের ফাইনালের মধ্য দিয়ে। 

এবারের বিশ্বকাপ অনেকেরই হতে যাচ্ছে প্রথম, আবার অনেকেরই হতে পারে শেষ। বাংলাদেশ দলের যেমন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের এটা শেষ বিশ্বকাপ। ভারতের রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ইংল্যান্ডের বেন স্টোকস, মঈন আলী কিংবা জস বাটলার নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্টদের হতে পারে শেষ বিশ্বকাপ। এ তালিকায় আছেন আরও অনেকে।

চার বছর পর পর বিশ্বকাপ আয়োজন করে আইসিসি। এবার যারা খেলছেন পরবর্তী আসরে তারা খেলতে পারবেন কি না নিশ্চয়তা নেই। ব্যস্ত খেলার শিডিউলে ইনজুরি, বাদ পড়া কিংবা অন্য কোনো সমস্যা থাকতেই পারে। যেমন টাইগার ওপেনার তামিম ইকবালের কথাই ধরা যাক। কে ভেবেছিল তিনি এ বিশ্বকাপ খেলতে পারবেন না। মাস তিনেক আগেও ছিলেন ওয়ানডে ফরম্যাটে দলের অধিনায়ক। স্বপ্ন দেখছিলেন বিশ্বকাপে ভালো কিছুর। কিন্তু এবার তিনি বিশ্বকাপেই নেই! ফলে ধরে নেওয়া যায় তামিম ইকবালের জন্য ২০১৯ আসরই ছিল শেষ বিশ্বকাপ। সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহরা এক্ষেত্রে ভাগ্যবান। টাইগার অধিনায়ক সাকিব ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক এ নিয়ে পঞ্চম বিশ্বকাপ খেলতে নামছেন। আর মাহমুদউল্লাহ খেলবেন চতুর্থ বিশ্বকাপ।

স্বাগতিক ভারত দলেও অনেকের এটাই হতে পারে শেষ ওয়ানডে বিশ্বকাপ। সম্প্রতি নিজের শেষ বিশ্বকাপ খেলার কথা জানিয়ে দিয়েছেন শেষ মুহূর্তে দলে সুযোগ পাওয়া রবিচন্দ্রন অশ্বিন। এ ছাড়া বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজাদেরও হয়তো শেষটা দেখছেন এ আসরে। বিশ্ব ক্রিকেটের সেরা ক্রিকেটারদের নিয়ে তাই শেষটা ঘরের মাঠে রাঙানোর স্বপ্ন ভারতের। কোহলির এটি নিয়ে চর্তুথ বিশ্বকাপ। জাদেজা ও রোহিত শর্মার এ নিয়ে তৃতীয় বিশ্বকাপ। ২০১১ ও ২০১৫ সালে খেলা অশ্বিন ২০১৯ সালে দলে সুযোগ না পেলেও আছেন এবারের আসরে।

বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বেন স্টোকস, মইন আলী, জো রুট, জস বাটলারদের জন্যও এটা হতে পারে শেষ বিশ্বকাপ। বিশ্বকাপ খেলার কথায় ছিল না স্টোকসের। তারপরও দলের প্রয়োজনে এবারের বিশ্বকাপে খেলবেন এই অলরাউন্ডার।

এই বিশ্বাকাপের পর ক্রিকেটকে বিদায় বলতে পারেন অস্ট্রেলিয়ার সিনিয়র ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। এছাড়া অজি শিবিরে অভিজ্ঞ ক্রিকেটার স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, মিচেল স্টার্কদেরও আরেকটা বিশ্বকাপ খেলা হতে পারে কঠিন।

নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের জন্যও শেষ সুযোগ হতে পারে ভারত বিশ্বকাপ। কিউই পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদিরও এটা হতে পারে শেষবার রাঙানোর মঞ্চ।

এদিকে, আফগানিস্তানের মোহাম্মদ নবী, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক আর ডেভিড মিলার, শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নেদের জন্যও ভারত বিশ্বকাপই হতে পারে শেষ। তবে এ ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম পাকিস্তান। বাবর আজমদের এবারের বিশ্বকাপ দলটা তুলনামূলক তরুণে ভরা। বয়স ত্রিশের আশপাশে প্রায় সবারই। তবে পাকিস্তান ক্রিকেটে চাচা খ্যাত ইফতেখার আহমেদের এটাই হতে পারে শেষ বিশ্বকাপ।

খেলা বিভাগের আরো খবর

Link copied!