ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা। তারা আগে ব্যাট করতে নামলেই প্রতিপক্ষের উপরে চাপিয়ে দিচ্ছে রানের পাহাড়। বিশ্বকাপে প্রোটিয়ারা এখন পর্যন্ত ৬ ম্যাচের ৫টিতে জিতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে গত দুই আসরের রানার্স আপ নিউজিল্যান্ডও রয়েছে ফর্মের তুঙ্গে। তারাও দক্ষিণ আফ্রিকার সমান ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। বুধবার (১ নভেম্বর) হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা।
বুধবার দুপুর আড়াইটায় পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মাঠে নামার আগে দেখে নেওয়া যাক দুই দলের অতীত পরিসংখ্যান। এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ কারণ যারা জিতবে তারা সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে। তাই দুই দলই জয়ের জন্য মুখিয়ে আছে।
সবশেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যান অনুযায়ী প্রোটিয়াদের থেকে কিউইরা এগিয়ে রয়েছে। দক্ষিণ আফ্রিকার ২ জয়ের বিপরীতে নিউজিল্যান্ডের জয় রয়েছে ৩টি। আর তারা ওয়ানডেতে ৭১বার মুখোমুখি হয়েছে। এখানের জয়ের পাল্লাটা ভারি প্রোটিয়াদের দিকেই। যেখানে নিউজিল্যান্ডের জয় রয়েছে ২৫টি আর দক্ষিণ আফ্রিকার ৪১টি। বাকি পাঁচ ম্যাচে কোনো ফল আসেনি।
চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হার মাত্র একটি। সেটা এ বিশ্বকাপের অঘটনের ম্যাচ। প্রোটিয়ারা হেরেছে নেদারল্যান্ডসের কাছে। অন্যদিকে কিউইরা ৬ ম্যাচের মধ্যে হেরেছে দুইটি। স্বাগতিক ভারতের বিপক্ষে ও সবশেষ ম্যাচে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ বলে ৫ রানে হেরে দলটাকে কিছুটা মানসিক ভাবে ভেঙে দিয়েছে।
এবারের আসরে ইনজুরি কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে ফেরেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসম। সেই ম্যাচে নাজমুল হোসেন শান্তর থ্রোতে আঘাত পেয়ে আবারও অক্টোবর মাস পর্যন্ত ইনজুরিতে পড়েন কেন। নভেম্বরে মাঠে ফেরার কথা থাকলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিউই নিয়মিত অধিনায়ককে দলে পাচ্ছে না ব্লাক ক্যাপসরা।