• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

উগান্ডাকে ৪০ রানে অলআউট করে বড় জয় কিউইদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৫, ২০২৪, ০১:২৫ পিএম
উগান্ডাকে ৪০ রানে অলআউট করে বড় জয় কিউইদের
উইকেট লাভের পর ট্রেন্ট বোল্টের উচ্ছ্বাস। ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের কাছে আগের ম্যাচেই ৩৯ রানে অলআউট হয়েছিল উগান্ডা। যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে যৌথভাবে সর্বনিম্ন। শনিবার সকালে নিউজিল্যান্ডের বিপক্ষে উগান্ডা করলো ৪০, বিশ্বকাপে যা দ্বিতীয় সর্বনিম্ন। জবাবে আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হওয়া নিউজিল্যান্ড ৪১ রান তুলে নিয়েছে ৯ উইকেট আর ৮৮ বল হাতে রেখেই।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে কিউইরা জিতেছে দুই পেসার টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের দুর্দান্ত নৈপুণ্যে। সাউদি ৪ ওভারে মাত্র ৪ রানে ৩টি উইকেট নেন। বিশ্বকাপে এটি সেরা ইকোনমির রেকর্ড। সাউদি ভেঙেছেন উগান্ডারই ফ্রাঙ্ক এনসুবুগার রেকর্ড, যিনি পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪ ওভারে ২ মেডেনসহ ৪ রানে নিয়েছিলেন ২ উইকেট।

বোল্ট ৪ ওভারে ৭ রানে নেন ২ উইকেট। ৮ রানে ২ উইকেট নেন মিচেল স্যান্টনার।

উগান্ডার পক্ষে সর্বোচ্চ ১৮ বলে ১১ রান করেন কেনেথ ওয়াসোয়া। দুই অঙ্কের ইনিংসও এই একটিই।

এমন হার দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করেছে উগান্ডা। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা আফ্রিকান দলটি দেশে ফিরছে পাপুয়া নিউগিনির বিপক্ষে পাওয়া একমাত্র জয় নিয়ে।

আর আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হওয়া নিউজিল্যান্ড যাওয়ার আগে আরও একটি ম্যাচ খেলবে। ১৭ জুনের সেই ম্যাচে প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি।

Link copied!