• ঢাকা
  • সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২, ২৫ মুহররম ১৪৪৬

অবশেষে ১০ রানের লিড পেয়েছে টাইগাররা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২০, ২০২৫, ০২:৫৩ পিএম
অবশেষে ১০ রানের লিড পেয়েছে টাইগাররা
ছবি: সংগৃহীত

গল টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে লিডের সুবাস পাচ্ছিলো শ্রীলঙ্কা। ৪ উইকেট হাতে নিয়ে ৩০ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্ন বিরতিতে যায় লঙ্কানরা। তবে দ্বিতীয় সেশনে স্পিনার নাইম হাসানের ঘূর্ণিতে উল্টো লিড পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৪৮৫ রানে অলআউট করে ১০ রানের লিড পেয়েছে টাইগাররা। ৫ উইকেট নিয়েছেন নাইম।

নিজেদের প্রথম ইনিংসে ৪৯৫ রানে অলআউট হয় বাংলাদেশ। তার জবাব বেশ ভালোভাবেই দিচ্ছিলো শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ৩৬৮ রান সংগ্রহ করে তৃতীয় দিনের খেলা শেষ করে শ্রীলঙ্কা। ১৮৭ রান করেন নিশাঙ্কা।

কামিন্দু মেন্ডিস ৩৭ ও ধনাঞ্জায়া ডি সিলভা ১৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন। দিনের শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দেন স্পিনার নাইম হাসান। ১৯ রান করা ধনাঞ্জায়াকে সাজঘরে ফেরান তিনি।

এরপর লঙ্কান শিবিরে আঘাত হানেন পেসার হাসান মাহমুদ। ক্রিজে আসা কুশল মেন্ডিসকে আউট করেন তিনি। ১৭ বলে ৫ রান করে ফিরে যান কুশল।

তবে মিলান রথনায়েককে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন কামিন্দু মেন্ডিস। ফিফটি তুলে নেন তিনি। ৮৪ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে মধ্যাহ্ন বিরতির পর হঠাৎ ধসে ৪৮৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

কামিন্দু মেন্ডিস ৮৭, রথনায়েকে ৩৯ রানে আউট হন। প্রথম ইনিংসে ১০ রানের লিড পায় বাংলাদেশ। নাইম হাসান ৫টি ও হাসান মাহমুদ নেন ৩টি উইকেট।  

Link copied!